রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে দুটি আসনে ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে দুটি আসনে ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৮জন ও জয়পুরহাট-২ আসনে ৬জন।( ২৯ ডিসেম্বর) সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আল-মামুন মিয়ার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

জয়পুরহাট-১ আসন থেকে মনোনয়ন পত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মনোনীত প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী তৌফিকা দেওয়ান লিজা, (এবি) আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশ এর মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও জালাল উদ্দিন।

এদিকে, জয়পুরহাট-২ আসনে মনোনয়ন জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম, (এবি) আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী এস এ জাহিদ, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সাবেক এমপি ইঞ্জি. গোলাম মোস্তফা, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি) ও বিএনপি নেতা আব্বাস আলী।

এছাড়াও ২টি আসনে মোট মনোনয়ন পত্র সংগ্রহ করছিল ১৮জন প্রার্থী। জেলায় ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৬ হাজার ১৬০জন, মহিলা ভোটার ৪ লাখ ১১ হাজার ৬৭৬জন ও হিজড়া ভোটার ১০জন রয়েছে। ভোটার কেন্দ্রের সংখ্যা ২৫৫টি, ভোটকক্ষের সংখ্যা স্থায়ী ১ হাজার ৫৫২টি ও অস্থায়ী ৮০টি বলে চূড়ান্ত করেছে জেলা নির্বাচন অফিস।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আল-মামুন মিয়া জানান, অত্যন্ত শান্তি-শৃঙ্খলার মধ্যে মনোনয়ন পত্র জমা নেওয়া শেষ হয়েছে। এ নির্বাচনী পরিবেশ ভাল রাখতে সব ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ