শিক্ষাঙ্গন

ইবিতে ধর্ম অবমাননার অভিযোগে তদন্ত কমিটি গঠন

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতনী ধর্মগ্রন্থ সম্পর্কে ফেসবুক স্টাটাস ঘিরে ধর্ম অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী কিছু শিক্ষার্থীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক পোস্টের বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

চার সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং সদস্য সচিব হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম। কমিটির অন্য দুই সদস্য হলেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল করিম এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ সিকদার।

অফিস আদেশে কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে ঘটনার পেছনের প্রকৃত কারণ ও তথ্য উদঘাটন করে প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, “আমি কমিটির বিষয়ে চিঠি পেয়েছি এবং এরইমধ্যে অন্যান্য সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আগামী শনিবার তাদের সঙ্গে প্রথম সভা অনুষ্ঠিত হবে। সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর