Uncategorized সারাদেশ

ঐতিহ্যের খোঁজে চৌগাছায় বলুর মেলা: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

চৌগাছার কপোতাক্ষ নদের পাড়ে পীর বলুদেওনের মাজারে শুরু হচ্ছে বলুর মেলা: লোকজ সংস্কৃতি আর ঐক্যের মিলনমেলা!

সেজে উঠেছে যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রাম। কপোতাক্ষ নদের পাড়ে পীর বলুদেওনের রওজা শরীফে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী ‘বলুর মেলা’। শুধু লোকজ সংস্কৃতির আনন্দ নয়, এই মেলা এখন এক পারিবারিক মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলা মানেই আত্মীয়-স্বজনের আগমন:

ঈদের আনন্দ বা পূজার উৎসবের মতো, মেলা উপলক্ষে মেয়েরা আসেন বাবার বাড়িতে, জামাই আসেন শ্বশুরবাড়ি। দূর-দূরান্তের আত্মীয়-স্বজনদের আগমনে গ্রামের প্রতিটি বাড়িতেই এখন উৎসবের আমেজ। মেলা উপলক্ষে তৈরি হয় নানা ধরনের পিঠা, পুলি ও লোকজ সব খাবার।

সাধক-ফকিরদের মিলনভূমি:

ইতিমধ্যে মাজারের চারপাশে ভক্ত-অনুরাগীদের আগমন শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আধ্যাত্মিক ফকির, সাধক, আর সন্ন্যাসীরা এসেছেন। মাজারের প্রাণকেন্দ্রে দিনব্যাপী চলবে পবিত্র ঔরসের কার্যক্রম। আধ্যাত্মিক গানের আসর, জিকির এবং সাধু-সন্তদের আলোচনায় মুখরিত থাকবে মাজার প্রাঙ্গণ।

দোকানপাটের পসরা ও বিনোদনের আয়োজন:

মেলাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রংবেরঙের নাগরদোলা, চরকি আর ট্রেনে চড়তে ভিড় করবে শিশুরা। চটপটি, ফুচকা, আর পাপড় ভাজার ঘ্রাণে ভরে উঠবে মেলার মাঠ। কসমেটিকস, খেলনা, বাঁশি থেকে শুরু করে ঘর সাজানোর বাহারি ফার্নিচার—সবকিছুই পাওয়া যাবে এই মেলায়।

​এই মেলা শুধু একটি বাণিজ্যিক আয়োজন নয়, এটি যেন আমাদের গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। এটি ঐতিহ্যের গল্প বলে, সম্পর্কের বাঁধন মজবুত করে, আর ফিরিয়ে আনে শেকড়ের কাছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,