জাতীয় রাজনীতি রাজনীতি সারাদেশ

কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
আগামী ১৬ মে খুলনা বিভাগে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিভাগীয় সমাবেশ সফল করতে কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় কচুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কচুয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম শান্ত, প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ডালিম ফকির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান সৌদি।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম হাসান রাবু ও কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায় নাজমুল আরমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব তৌহিদুল ইসলাম, কচুয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান মুক্তা।এছাড়াও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কচুয়া উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,