সারাদেশ

কমলগঞ্জে ফাঁদ পেতে পাখি শিকার, যুবকের ৪দিনের বিনাশ্রম কারাদণ্ড

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ফাঁদ পেতে পাখি শিকার করতে গিয়ে মখলিছ মিয়া নামে এক যুবকের ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন। এসময় বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আটক মখলিছ মিয়া উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বাসিন্দা।

যুবকের ৪ দিনের বিনাশ্রম কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার মাধবপুর এলাকায় পাখি শিকারের সময় তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, এ উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় শীত মৌসুম আসলেই স্থানীয় একটি চক্র নানা প্রজাতির পাখি শিকারে তৎপর হয়ে উঠে। তেমনই ভাবে বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয়দের অভিযোগে উপজেলার মাধবপুর এলাকায় পাখি শিকার করাকালে মখলিছ মিয়াকে হাতেনাতে পাখিসহ আটক করা হয়। এ সময় শালিক, ঘুঘুসহ বেশ কয়েকটি পাখি খাঁচায় পাওয়া যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাখি শিকারের দায়ে মকলিছ মিয়াকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত পাখিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে পাখিগুলোকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে নিয়ে গিয়ে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, শুব্রত সরকারসহ অনেকে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন,‘মখলিছ মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ফাঁদ পেতে পাখি শিকার করে আসছিলেন। বৃহস্পতিবার তার কাছ থেকে পুষা পাখিসহ সরঞ্জাম উদ্ধার করা হয় এবং পাখি শিকারের দায়ে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিকেলে পুলিশের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং