সারাদেশ

কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার পৌরসভা হল রুমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কমলগঞ্জসহ জেলার ৭ টি উপজেলার আংশিক কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ুন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ( সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত) ডা.এ জেড এম জাহিদ হোসেন ,সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক মিফতা সিদ্দিকী, সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এম নাসের রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু ও যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন।
এছাড়া কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো.শোয়েব আহমদ,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সরওয়ার শোকরানা নান্না ও যুগ্ম-আহ্বায়ক বাবু প্রত্যুষ ধর এর নাম ঘোষনা করা হয়।
ডা. এ জেড এম জাহিদ আগামী দুই এক দিনের ভেতর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানান। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং