কয়রায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উপজেলা কমিটি গঠন

এম জালাল উদ্দীন:
খুলনার কয়রায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বদরুল উলুম হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কয়রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মেসবাহুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান ও মাওলানা তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মাওলানা আলোমগীর হুসাইনকে সভাপতি, মাওলানা মোহাম্মদ হালিমুল হককে সিনিয়র সহ-সভাপতি, মাস্টার ইকবাল হুসাইনকে সহ-সভাপতি, মাওলানা হাফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা হাবিবুল্লাহ ও মোহাম্মদ মনিরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান (চান্নিরচক) সহ-সাংগঠনিক,
সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া সহ-প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মাওলানা মুজাহিদ প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আব্দুল্লাহ (ঘুগরাকাটি) প্রচার সম্পাদক, মাওলানা আব্দুল্লাহ সাদী ও মাওলানা আব্দুল্লাহ আসাদ বায়তুলমাল সম্পাদক এবং মাওলানা আজিজুল ইসলাম সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হন।
মোট ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।