কর্ণফুলীতে সিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কর্ণফুলী প্রতিনিধি
কর্ণফুলীতে সিআর মামলার মোঃ ইউছুপ নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে চান্দগাঁও থানাধীন এককিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ ইউছুপ কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা শহীদ ভিলা ইছানগর ছালেহ আহমদের পুত্র
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতে দায়ের হওয়া ৫টি সাজাপ্রাপ্তসহ মোট ৬টি সিআর গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল। আসামী দীর্ঘ ৭ বছর আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, সিআর গ্রেফতার পরোয়ানাভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।