কালাইয়ের বোড়াই গ্রামে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে মাটি বিক্রির মহাউৎসব,নিরব প্রশাসন
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পুকুরে ভিকো বা এক্সকাভেটর দিয়ে মাটি কাটা, পুকুরের গভীরতা পরিবর্তন এবং সেই মাটি ট্রাক্টর বা অন্য যানবাহনে করে বিক্রি করা একটি স্পষ্ট দণ্ডনীয় অপরাধ। পুকুর, খাল ও জলাশয় সংরক্ষণ আইন, ২০০০ এর ৪ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমতি ছাড়া পুকুর, খাল, বিল বা জলাশয়ের স্বাভাবিক অবস্থা নষ্ট করতে পারবে না এবং এগুলোর গভীরতা বা চরিত্র পরিবর্তন করতে পারবে না। একই আইনের ৫ ধারায় অনুমতি ছাড়া মাটি কাটা বা জলাধার ভরাট করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ ধারায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে পুকুর খনন করে মাটি উত্তোলন ও বিক্রিও পড়ে।

অথচ এসব নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসন কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মাটি বিক্রির এই মহোৎসব চলছে জয়পুরহাটের কালাই উপজেলার বোড়াই গ্রামের রত্নাহার নামকপুকুরের মাটি নিয়ে।
সচেতন মহলের দাবি এভাবে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের ফলে একদিকে যেমন রাস্তায় মাটি পরে ছোটবড় নানা দূর্ঘটনা ঘটছে তেমনভাবে ধূলাবলির মাধ্যমে পরিবেশ এবং রাস্তায় চলাচল কারী পথচারী, যানবাহনও ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান বলেন,ইতোপূর্বে ঘটনা স্থলে ০১বার কোর্ট পরিচালনা করা হয়েছে। আজকেও গিয়েছিলাম কিন্তু গাড়ি দেখেই দুস্কৃতিকারীরা পালিয়ে যায় বিধায় ব্যবস্থা নেয়া যায় নি।




