খুলনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:খুলনা
খুলনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি সংক্রান্ত বিভাগভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের আয়োজনে এবং বিভাগীয় প্রশাসন, খুলনার সহযোগিতায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। তিনি বলেন, জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে এবং বিদ্যুৎ উৎপাদনে বিকল্প উৎস বাড়াতে রুফটপ সোলার গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। তিনি বলেন, রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিক উদ্যোগ প্রয়োজন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা-১) আলিয়া মেহের।
কর্মশালায় খুলনা বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা রুফটপ সোলার স্থাপন ও ব্যবহারে প্রশাসনিক সহায়তা, আর্থিক সুবিধা এবং কারিগরি জ্ঞান নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচির লক্ষ্য, বাস্তবায়ন কৌশল, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরে এ কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।