সারাদেশ

খুলনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:খুলনা

আসন্ন শারদীয় দুর্গোৎসব-১৪৩২ উদযাপন উপলক্ষে খুলনা জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিয়ে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা পুলিশ লাইন্সের শিরোমনি ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি শৃঙ্খলা বজায় রেখে পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

পরে জেলার প্রতিটি থানায় একযোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সংশ্লিষ্ট থানা এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের পরামর্শ দেন।

ব্রিফিংয়ে বক্তারা বলেন, দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে জনসাধারণের সাথে সুসম্পর্ক বজায় রেখে দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,