গাজীপুর লর্ড এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা মো: আশরাফুল ইসলাম এর পক্ষ থেকে গাজীপুরের সকল খেলোয়াড় টুর্নামেন্ট আয়োজক এবং সকল শ্রেণির মানুষদের ঈদের শুভেচ্ছা

গাজীপুর লর্ড এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো: আশরাফুল ইসলাম গাজীপুরের সকল খেলোয়াড়, টুর্নামেন্ট আয়োজক এবং সকল শ্রেণির মানুষদের প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব। এই বিশেষ দিনটি আমাদের পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করতে সহায়তা করে। আসুন, আমরা সবাই ঈদের শিক্ষা ধারণ করে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই এবং সমাজে সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠা করি।”
তিনি আরও বলেন, “গাজীপুরের ক্রীড়াঙ্গনের সকল খেলোয়াড়, সংগঠক এবং টুর্নামেন্ট আয়োজকদের প্রতি রইলো আমার বিশেষ শুভেচ্ছা। তারা কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে ক্রীড়াজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের প্রচেষ্টা ক্রীড়াপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা যোগায় এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে।”
বিশ্বের নির্যাতিত মানুষের জন্য সমবেদনা জানিয়ে মো: আশরাফুল ইসলাম বলেন, “বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ভাইদের জন্য আমরা দোয়া করি, যেন আল্লাহ তাদের রক্ষা করেন এবং শান্তি ফিরিয়ে দেন।”
পরিশেষে, তিনি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, প্রতিটি পরিবারে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। সবাইকে জানাই ঈদ মোবারক