চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হলেন সৈয়দ মোহাম্মদ ইমরান
কর্ণফুলী প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। তিন মাসের জন্য গঠিত এই সমন্বয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে মনোনিত হয়েছেন কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের সৈয়দ মোহাম্মদ ইমরান। তিনি যুগ্ম সমন্বয়কারী পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
নবদায়িত্বপ্রাপ্ত যুগ্ম সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ ইমরান দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।পাশাপাশি জুলাই অভ্যূত্থানেও ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব পালন করেছন। জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রামে সংগঠন আরও শক্তিশালী হবে বলে দলীয় সূত্রে আশা প্রকাশ করা হয়েছে।
সৈয়দ মোহাম্মদ ইমরান বলেন, আমি এবং আমার পরিবার বিগত ১০ বছর ধরে আওয়ামী সরকারের বিরুদ্ধে সক্রিয়ভাবে রাজনীতি করে আসছি। আর সেই কারণেই আমাদেরকে বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে।
আমার পরিবারকে টার্গেট করে নানাভাবে হয়রানি, হুমকি ও নির্যাতন চালানো হয়েছে। শুধু তাই নয়—আমাদের নিজস্ব বাড়িঘর, যা দীর্ঘদিন ধরে আমরা ভোগদখলে রেখেছিলাম, তা জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে।
এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আইনি ও গণতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছি। রাজনৈতিক মতের কারণে নাগরিক অধিকার হরণ কখনোই গ্রহণযোগ্য নয়—আমরা এই বিশ্বাসেই সত্যের পথে অটল আছি।


