চবিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ২৮১৭ শিক্ষার্থীর ওএমআর বাতিল

নয়ন চৌধুরী:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দুই হাজার ৮১৭ ভর্তিচ্ছু শিক্ষার্থীর ওএমআর (উত্তরপত্র) বাতিল হয়েছে। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৩ দশমিক ০৭ শতাংশ।
এছাড়া ‘এ’ ইউনিটের পরীক্ষায় পাস করেছেন ২৯ হাজার ৪১১ ভর্তিচ্ছু। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৩২ দশমিক ০৬ শতাংশ। ফেল করেছেন ৫৯ হাজার ৫১১ বা ৬৪ দশমিক ৮৭ শতাংশ। পরীক্ষায় প্রথম স্থান পাওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯৭ দশমিক ৫০ নম্বর।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ফল প্রকাশের পর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী।
ওএমআর বাতিল হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ওএমআর বাতিলের প্রধান কারণ – সেটকোড পূরণ না করা। এছাড়া ওএমআর শিটের আশপাশে লেখালেখি করলেও এটা বাতিল হয়। কিছুক্ষেত্রে হয়তো রোল বা আইডি ঠিকঠাক পূরণ করেনি শিক্ষার্থীরা। এগুলোই ওএমআর বাতিলের বেসিক কারণ।
প্রসঙ্গত, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সাধারণ আসন রয়েছে ১ হাজার ১২৩টি। এই আসনের বিপরীতে এবছর ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী আবেদন করেন এবং পরীক্ষায় অংশ নেন ৯১ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী।
গত ১ মার্চ (শনিবার) চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া ৮ মার্চ বি ইউনিট, ১০ মার্চ বি-১ উপ-ইউনিট, ১১ মার্চ বি-২ উপ-ইউনিট, ১৫ মার্চ সি ইউনিট, ২২ মার্চ ডি ইউনিট ও ২৪ মার্চ ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।