চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ১১.৩০ ঘটিকায় ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ-ডে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল, চাঁদপুর, মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ, রাজীব চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স। উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত থেকে সমসাময়িক বিভিন্ন বিষয়সহ সামাজিক সমস্যা সমাধানে উন্মুক্ত আলোচনা করেন। উক্ত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল, চাঁদপুর এবং অফিসার ইনচার্জ বক্তব্যে মাদকবিরোধী, নারী-নিযাতন, কিশোর গ্যাং, বাল্য-বিবাহ, পারিবারিক সহিংসতা, চাঁদাবাজ মূক্ত সমাজ গঠনে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার স্বার্থে থানা পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।