সারাদেশ

চাঁদাবাজির পথে হাঁটলে কঠোর শাস্তি পেতে হবে: কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ

হাবিবুর রহমান মুন্না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছেন, “দেশ সঠিকভাবে পরিচালনা করুন। জনগণ আপনাদের দোহাই দেওয়ার জন্য নয়, পদক্ষেপ নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। সিন্ডিকেট বা চাঁদাবাজদের হাত বদল করলেই হবে না। এখন যে হাত চাঁদাবাজি করবে, সেই হাত ভেঙে দেওয়া হবে।”

 

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, “১৫ জানুয়ারির মধ্যে জুলাই রেভ্যুলেশন ঘোষণার দাবি জানাচ্ছি।” তিনি অভিযোগ করেন, “৩১ ডিসেম্বরের পর এতদিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আর এ ধরনের জটিলতা সহ্য করা হবে না।”

 

সরকারের উদাসীনতার সমালোচনা

হাসনাত আরও বলেন, “৫ আগস্টের পর আহত ও নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক কর্তব্য ছিল। কিন্তু এ বিষয়ে এখনো সরকার উদাসীন।”

 

কুমিল্লার জনগণের ভূয়সী প্রশংসা করে হাসনাত বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লার মানুষ সর্বপ্রথম আওয়াজ তুলেছে। ফ্যাসিবাদের পতনে কুমিল্লা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কুমিল্লা সবসময় মুক্তিকামী জনগণের প্রতিধ্বনি জাগিয়েছে। এখান থেকেই এ আন্দোলন চলমান থাকবে।”

 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার নেতৃবৃন্দ ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং