চৌগাছার ইউএনও শাহীনুর আক্তারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু
চৌগাছা উপজেলায় সম্প্রতি যোগদানকারী নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তারের সঙ্গে এক সৌজন্যমূলক মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার সকালে ইউএনও’র অফিস কক্ষে প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের নেতারা এই সাক্ষাৎ করেন।
প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টুর (দৈনিক লোকসমাজ) নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধি দলটি নতুন নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। নবাগত ইউএনও শাহীনুর আক্তার সাংবাদিকদের উষ্ণ অভ্যর্থনা জানান।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ—সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার। এছাড়া সাংবাদিকদের মধ্যে রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী, মেহেদী হাসান শিপলু ,খলিলুর রহমান জুয়েল, ইমাম হোসেন সাগর, সুজন দেওয়ান, এবং শাহিন সোহেল উপস্থিত ছিলেন।





