ছাতকের চরমহল্লায় জাসাসের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
মোঃ তাজিদুল ইসলাম:
সুনামগঞ্জের ছাতকের চরমহল্লা ইউনিয়নে জাসাসের নবনির্বাচিত কমিটির পরিচিতি উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮ ঘটিকায় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নানশ্রী গ্রামে সভাটি অনুষ্ঠিত হয়।
চরমহল্লা ইউপির জাসাস কমিটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামের পরিচালনায় কুরআন তেলাওয়াত করেন হাফিজ এনামুল হক।
এসয়ম প্রধান অতিথি উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জাসাস কমিটির আহ্বায়ক আব্দুল আলিম, প্রধান বক্তা ছিলেন ছাতক পৌরসভা যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন। বিশেষ অতিথি চরমহল্লা ইউপি বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ছালিক আহমদ, উপজেলা বিএনপির নেতা আবুল লেইছ, চরমহল্লা ইউপি যুবদলের সাবেক সভাপতি ইলিয়াছ আহমদ, চরমহল্লা ইউপি যুবদলের সদস্য সাবু মিয়া সহ আরও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।