ছাতকে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

ছাতক প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা উত্তর আদর্শ শাখার উদ্যোগে রবিবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে। শাখা সভাপতি আফজাল হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি ছাত্রনেতা শাহীন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পশ্চিম ও সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি এডভোকেট সুফি আলম সোহেল, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান পিয়াস, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মেহেদী হাসান তুহিন, সাবেক জেলা সভাপতি হাফিজ জাকির হোসাইন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের মেধাবী ছাত্র দিদারুল হক মারুফ, কোরআন তেলাওয়াত করেন হাফিজ সিদ্দিকুর রহমান, ইসলামি সংগীত পরিবেশন করেন সাকিব আহমদ। অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা মাওলানা জামিল আহমদ, হাফিজ বিলাল হোসেন, ইসলাম উদ্দিন, নাসিম আহমদ, রাকিবুল ইসলাম, এতে প্রায় ১৫০ জন এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।