রাজনীতি

জয়পুরহাটের ক্ষেতলালে বিএনপির ৩১ দফা দাবী বাস্তবায়নে সাবেক সচিব আব্দুল বারী’র বিশাল জনসভা

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট-২ আসনের সাবেক সচিব আব্দুল বারী’র বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার সময় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়তারা  উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

বড়তারা ইউনিয়ন বিএনপি, মো: হালিম মাষ্টার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, বড়তারা ইউনিয়ন বিএনপি মো: জাহাঙ্গীর হোসেন শহিদুলের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক সচিব  ও সাবেক বিভাগীয় কমিশনার আব্দুল  বারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন এ এইচ এম ওবায়দুর রহমান (ভিপি সুইট) সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি জেলা যুবদল জয়পুরহাট।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, ক্ষেতলাল উপজেলা বিএনপি মো: খালেদুল মাসুদ আন্জুমান
মো:আব্দুল আলিম,সভাপতি ক্ষেতলাল পৌর বিএনপি মো: মওদুদ আলম সরকার যুগ্ন আহবায়ক কালাই উপজেলা বিএনপি এ সময় আর উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এড, জি এম বাবলু, জেলা সমবায় আহব্বায়ক নুরুল ইসলাম, জেলা যুগ্ন আহ্বায়ক ও ৭নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মমিন।২নং ওয়াড বিএনপির সভাপতি, মো : আনিসুর রহমান। ২নং ওয়াডের মহিলাদলের সাধারণ সম্পাদক মোছা: সুইটি বেগম।

এ সময়  আরও অসংখ্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জাতির মুক্তির সনদ ও জনগণের কল্যাণের রূপরেখা। তারা সর্ব স্তরের  জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবীকে সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন

  • নভেম্বর ১৬, ২০২৪
বানারীপাড়া প্রতিনিধ। বরিশালের বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবী খানমকে সাধারণ সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন করা
Uncategorized রাজনীতি

পিরোজপুরে জিয়া মঞ্চের নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায়