জামালপুরে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ বিপুল হোসেন
সদর প্রতিনিধি,জামালপুর
জামালপুর সদর উপজেলার নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে রানাগাছা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গতকাল রাতে অনুষ্ঠিত এই কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো: ওয়ারেছ আলী মামুন।
কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ৯নং রানাগাছা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মাসুদ আলম কারী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো: আসিব রহমান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম ফজলুল হক ফালু, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, রানাগাছা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম পন্ডিত, বর্তমান সভাপতি নওয়াব হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন,
সদর উপজেলা কৃষকদলের আহবায়ক সরকার সুলতান আহমেদ বাদশা, সদস্য সচিব তোফাজ্জল হোসেন আঙ্গুরসহ কৃষক সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত কৃষক দলের কৃষক সমাবেশে বক্তারা বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য এখন লন্ডনে অবস্থান করছেন।
আমরা আশা করছি তিনি অতি দ্রুত সুস্থ হয়ে ফিরে দেশবাসীর ভোট নিয়ে আবারও আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। এজন্য আমরা আজকের কৃষক সমাবেশের মাধ্যমে তার আরোগ্য লাভে দোয়া কামনা করছি।
বক্তারা আরো বলেন, আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই আইনজীবী শাহ মো: ওয়ারেছ আলী মামুন আগামী দিনে জামালপুর সদর আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হয়ে মন্ত্রী হবেন বলে আমরা প্রত্যাশা করছি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আইনজীবী শাহ মো: ওয়ারেছ আলী মামুন এর হাতকে শক্তিশালী করণে নিরলসভাবে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন দলীয় নেতৃবৃন্দ।।