সারাদেশ

জামালপুরে মোহনা টিভির প্রতিনিধি’র লাশ উদ্ধার

ফারিয়াজ ফাহিম
জামালপুর

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ইসলামপুর উপজেলার পৌর এলাকার পলবান্ধার ধর্মকুড়া গ্রামের বাড়িতে তার নিজ ঘর থেকে ওই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়।

সাংবাদিক ওসমান হারুনী পলবান্দা ভাটিপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। তিনি মোহনা টেলিভিশনের প্রতিনিধি ছিলেন। তিনি ইসলামপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন। ওসমান দুই ছেলে সন্তানের বাবা।

পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে জানা যায়,গতকাল( শনিবার) দুপুরে নিজ বাড়ির ব্যক্তিগত অফিসে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে লাশ উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা পরে লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদনে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় দড়ির দাগ রয়েছে এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং আত্মহত্যার সঠিক কারণ খুঁজে বের করা হবে।

এ দিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,