সারাদেশ

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে চিকিৎসাধীন রোগীর আত্মহত্যা।

এনামুল মবিন(সবুজ)

জেলা প্রতিনিধি দিনাজপুর.
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন একজন রোগী। তিনি গত ২ জানুয়ারি থেকে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার ৪ জানুয়ারি বিকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের দক্ষিণ-পশ্চিম দিকে জেনারেটর রুমের পাশে গলি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত্যু ব্যক্তি হলেন, বীরগঞ্জ উপজেলার সুজালপুর মাস্টার পাড়ার শ্রী সীতানাথ দাসের ছেলে দিবাকর দাস(৪৮) ।
দিনাজপুর কোতয়ালী থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দিবাকর দাস বীরগঞ্জে ইজিবাইকের চেইন মাস্টারের কাজ করতো। সে বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগতেছিল তার মানসিক যন্ত্রণার কারণে গত ২ জানুয়ারি ব্রেন স্টোক করলে তাকে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য দ্রুত বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে দিবাকরকে মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডে ৪৫৩ নম্বর রুমে ২৬ নম্বর বেডে ভর্তি করানো হয়। ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকাল অনুমান ৪ টায় মেডিসিন ইউনিটের চতুর্থ তলার ছাদের উপর থেকে সকলের অগচরে লাফ দিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরো বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং