সারাদেশ

নওগাঁয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ জেলা ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ক্রিকেটসিয়া পৌরকাপ টুর্নামেন্টে ৫ উইকেটের ব্যবধানে শিরোপা ঘরে তুলেছে ৮ নম্বর ওয়ার্ড । আজ ফাইনাল খেলা শেষে দুপুরে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও অনেষা নিশান ক্লাবের সাধারণ সম্পাদক নূর-ই আলম মিঠু।

খেলায় ব্যাটিং -এর আমন্ত্রন পেয়ে শুরুতে ব্যাট করতে নেমে ৫ নম্বর ওয়ার্ড নির্ধারিত ১৫ ওভারে ৩ ইউকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে মাঠে নেমে ৮ নম্বর ওয়ার্ড টিম ৫ উইকেট হারিয়ে ১২ ওভারে লক্ষ্যে পৌছে জয় তুলে নেয়।

আয়োজকরা জানান, অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ১২ টি ক্রিকেট টিম অংশ নেয়।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, ক্রীড়া সংগঠক মাসুদ রানা, ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডশনের সভাপতি সোহাগ গাজিউল ও অন্যান্যগন বক্তব্য প্রদান করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,