নওগাঁয় ধান বোঝাই ট্রাক ডাকাতি, ৬ ডাকাত আটক
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: ধান বোঝাই ট্রাক ডাকারিত ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ রোববার দুপুর ১২টায় নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলন পুলিশ সুপার বলেন- গত বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) দিনাজপুর জেলার বদরগঞ্জ হতে একটি ট্রাকে করে ২৫০ বস্তায় (৫০০মন) ধান নিয়ে নওগাঁর দিকে আসছিলো। রাত ২টার দিকে নওগাঁ সদর উপজেলা পাইকপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় ওই ট্রাকটির সামনে আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দেয় ডাকাতরা। পরে ট্রাকের চালক ও হেলপারকে মারধোর করে হাত-পা বেঁধে ধান বোঝাই ট্রাক নিয়ে চলে যায়। ঘটনায় থানায় একটি মামলা হয়।
মামলার পর পুলিশ মাঠে নামে। এক পর্যায়ে বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা তদন্ত কেন্দ্রে একটি ট্রাক ও একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে আটক রেখেছে। তথ্যটি জানার পর জেলা গোয়েন্দা শাখার টীম মোকামতলা তদন্ত কেন্দ্রে গিয়ে আটককৃত ব্যক্তি আরিফুল ইসলাম কে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
তার দেওয়া তথ্যে বগুড়া, গাইবান্ধা ও সাভার থেকে আরো ৫ডাকাতকে আটক করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনার সাথে আরো যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের গ্রেফতার করা হবে জানান এসপি।




