নওগাঁয় বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা
তৌফিক তাপস নওগাঁ জেলা প্রতিনিধি: ক্ষুদে শিক্ষার্থীদের নানা উদ্ভাবন ও সৃজনশীল চিন্তার প্রদর্শনী নিয়ে নওগাঁয় অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা।
নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রদর্শিত হয় শতাধিক প্রজেক্ট। দূষণমুক্ত নগর, জলবায়ু সংকট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি সব ক্ষেত্রেই ফুটে ওঠে শিশুদের নতুন নতুন ভাবনা ও উদ্ভাবনী দক্ষতা।
সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়ালসহ আমন্ত্রিত অতিথিরা। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ভিড়ে জমে ওঠে পুরো ক্যাম্পাসে।





