নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় নিহত -২
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে সড়কে ঝরলো মোটরসাইকেল চালক ও আরোহী দু’ জনের প্রাণ। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে বুধবার ১০ ডিসেম্বর বিকেল সোয়া ৪ টারদিকে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের হাপানিয়া বাজার সংলগ্ন মুচির মোড় নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা প্রাথমিক ভাবে জানান, নওগাঁ জেলা সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের একডালা গ্রামের বাসিন্দা ও ধান চাতাল ব্যবসায়ী মোস্তফা ও তার চাতালে কর্মরত নওগাঁর মান্দা উপজেলার পাজরভাঙ্গা এলাকার আঃ মালেক হাপানিয়া বাজারে চা-নাস্তা করে একটি মোটরসাইকেল যোগে ধান চাতালে ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে এসময় নওগাঁ থেকে পোরশা-নিতপুর গামী সৌদিয়া এন্টার প্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাস্থলেই মহাসড়কের উপর মোস্তফা ও আঃ মালেকের মৃত্যু হয়। দূর্ঘটনার পর চালক বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে চৌমাশিয়ামোড়ে মেসার্স হক ফিলিং স্টেশনে এসে বাস রেখে পালিয়ে গেলে স্থানিয় নওহাটামোড় ফাঁড়ি পুলিশ খবর পেয়ে সেখান থেকে বাসটি তাদের ফাঁড়ি পুলিশের হেফাজতে নেয়। অপরদিকে দূর্ঘটনায় দু’ জনের মৃত্যুর পর স্থানিয় লোকজন উত্তেজিত হয়ে দূর্ঘটনাস্থলে মহাসড়কের উপর অবস্থান নিলে সড়কের দু’ধারে শত শত যানবাহন আটকে পড়ে সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ দূর্ঘটনাস্থলে পৌছান এছাড়াও ট্রাফিক পুলিশও ঘটনাস্থলে পৌছলে এক পর্যায়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ উত্তিজত লোকজনের সাথে কথা বলে তাদের শান্ত করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সড়ক দূর্ঘটনায় দু’ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ প্রতিবেদককে বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌছে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয় এছাড়া নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে মৃতদেহ সহ দূর্ঘটনা কবলীত মোটরসাইকেল বাড়িতে নিয়ে যান অপরদিকে দূর্ঘটনা কবলীত যাত্রীবাহী বাসটি মহাদেবপুর থানাধীন নওহাটা ফাঁড়ি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানতে পেরেছি এবং আমরা আমাদের আইনি পক্রিয়া চলমান রেখেছি বলেও জানান তিনি।




