সারাদেশ

নওগাঁয় সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু 

 

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সপ্তাহব্যাপী শুরু হয়েছে বৃক্ষমেলা। সোমবার সকাল সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক আব্দুল আউয়াল। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা প্রশাসন ও  বন বিভাগ এর আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা হক ও সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ সহ অন্যরা।

এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।

মেলার আয়োজকরা জানান- মেলায় ৪২ টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী সহ বিভিন্ন গাছের সমারোহ রয়েছে। এই বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপনের পরামর্শ দেয়া হয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে মেলা শুরু হয়ে চলবে রাত ৮ টা পর্যন্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,