সারাদেশ

নোয়াখালী বেগমগঞ্জে কবির হোসেন ( ৩৫) নামে একজনকে গু”লি ও জ-বা-ই করে হ-ত্যা।।

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ সংবাদদাতা
নোয়াখালী জেলার

বেগমগঞ্জ উপজেলায় জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বিএনপির এক কর্মীকে গুলি করে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদের সামনে এ ঘটনা হয়।

নিহত কবির হোসেন (৩৫) সুজায়েতপুর গ্রামের প্রয়াত নুরনবীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, নিহত কবির হোসেন আলাইয়াপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ের সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁর নামে বেশ কয়েকটি মামলা থাকায় এলাকাছাড়া ছিলেন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি এলাকায় ফেরেন।
কবির হোসেন আজ দুপুরে বাড়ির পাশের সুজায়েতপুর পূর্ব জামে মসজিদে জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় মুখোশধারী ৫/৬ জন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁর বাম পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে সিএনজি অটোরিকশায় পালিয়ে যায়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্‌দুল্লাহ্-আল-ফারুক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যারহস্য উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,