সারাদেশ

পঞ্চগড়ে শিশুস্বর্গ ও এভারেস্ট ৭ হাজার শিক্ষার্থীকে পোশাক ও শিক্ষা উপকরন দিল

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় সাত হাজার শিক্ষার্থী নিয়ে পালিত হয়েছে শীত আনন্দ উৎসব।
৪ জানুয়ারী শনিবার পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় শীত আনন্দ উৎসব।
 অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
পঞ্চগড়ের শিশুস্বর্গ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় ৭ হাজার শিক্ষার্থীকে শীতের পোশাক, স্কুল ব্যাগ, শিক্ষা উপকরন খাতা কলম, পেন্সিল দেয়া হয়। প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন।
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রাম থেকে যাত্রা শুরু করেন ২০০৮ সালে। শিশুস্বর্গ ফাউন্ডেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সেচ্ছাসেবী সংগঠন। ঝরেপড়া শিক্ষার্থী শিক্ষার্থী রোধে এবং শিক্ষার্থীদের স্কুলমুখী করার জন্য শিশুস্বর্গ ফাউন্ডেশন কাজ করছে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ। তিনি বলেন, ২০২৪ সালেও শিশুস্বর্গ ফাউন্ডেশন সাড়ে চার হাজার শিক্ষার্থীদের কে পোশাক ও শিক্ষা উপকরন দিয়েছিল। আগামীতে ১০ হাজার শিক্ষার্থীকে পোশাক ও শিক্ষা উপকরন দেয়ার পরিকল্পনা রয়েছে।
বোদা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ হাজার শিক্ষার্থী শীত আনন্দ উৎসবে অংশ নেন।
তিনি আরও বলেন, আমরা ৬৫ জন শিকার্থীকে সহযোগিতা করেছি। তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আমরা করোনার সময় ৬ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছি। ২০১৭ সালে আমরা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় তৈরি করেছি।
তিনি বলেন, বেকার যুবকদের সমাজে আয়বর্ধক মূলক কাজে ফিরিয়ে আনার জন্য আমরা অনলাইন আউট সোর্সিং এর ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করেছি। নারীদের আয় বর্ধনের জন্য তাদের মাঝে ছাগল উপহার দিয়েছি। মেয়ে শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার ফ্রি স্যানেটারী ন্যাপকিন উপহার হিসেবে দিয়েছি।
তেতুঁলিয়া উপজেলার রওশনআরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বোদা উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম ফুয়াদ, বোদা থানার অফিসার ইনচার্জ ওসি আজিম উদ্দীন, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আলম প্রধান।
এসময় বিশেষ অতিথি হিসেবে সাকোয়া ডিগ্রি কলেজেের সাবেক অধ্যক্ষ আফাজুল ইসলাম, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুবেল, সমাজ সেবক আব্দুস সামাদ তারা, দিলরেজা ফেরদৌস চিন্ময়, হুমায়ুন কবির লায়ন, সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মহব্বত, বোদা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং