রাজনীতি রাজনীতি সারাদেশ

পটুয়াখালীতে এনসিপির পদযাত্রা: গণঅভ্যুত্থনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঐক্যের আহ্বান

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- গণঅভ্যুত্থনের এক বছরপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় সার্কিট হাউস চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে এই পদযাত্রা শেষ হয়।

পদযাত্রায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এরপর শহীদ হৃদয় তরুয়া চত্বরে অনুষ্ঠিত হয় এক পথসভা। এতে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও এনসিপির পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “দেশের প্রকৃত শত্রু দেশের বাইরের শক্তি নয়, বরং দেশের ভেতরেই নানা ষড়যন্ত্রের মাধ্যমে বিভাজন তৈরি করা হচ্ছে। যারা গণঅভ্যুত্থানের চেতনায় আঘাত হানতে চায়, তারা মূলত দেশবিরোধী। সোশ্যাল মিডিয়া এবং মূলধারার গণমাধ্যমে আমাদের বিরুদ্ধে যেভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, তার জবাব আমরা জনগণের শক্তি দিয়ে দেব।”

তিনি আরও বলেন, “বিএনপি এখন মুজিববাদী সংবিধানকে টিকিয়ে রাখার নতুন পাহারাদার হয়ে উঠেছে। তারা আজ চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ তরুণদের অভ্যুত্থান ছিল একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ার জন্য।”

এ উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যানার, ফেস্টুন ও তোরণ সাজানো হয়। পদযাত্রা শেষে পটুয়াখালী জেলা কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা এবং পরে বরগুনার উদ্দেশে রওনা দেন।

এনসিপির নেতারা বলেন, এই পদযাত্রা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এটি একটি প্রতীক, যা নতুন রাজনৈতিক ধারার আগমনকে প্রকাশ করছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,