সারাদেশ

পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক-১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের খালিয়ার চক গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম হিরোনময় মন্ডল (২১)। তিনি ওই গ্রামের রামপ্রসাদ মন্ডলের ছেলে। তার কাছ থেকে পুলিশ ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় এসআই সুমন গাইন, এএসআই সরদার মোস্তফা কামাল ও মোঃ টিটুল রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

ওসি মোঃ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হিরোনময় মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,