পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় এবং সহকারী কৃষি কর্মকর্তা এস. এম. মনিরুল হুদা।
অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৪৪০ জন কৃষক-কৃষানিকে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং বেগুন, লাউ, কুমড়া ও শসার হাইব্রিড বীজের প্যাকেট বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা, যাতে ফসল উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।