সারাদেশ

পাইকগাছায় পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পিআর জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পাইকগাছা জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনে মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াত ইসলামী খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য সুপার মাওলানা এস এম আমিনুল ইসলাম, জেলা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পাইকগাছা উপজেলা আমীর মুফতি মাওলানা আহম্মদ আলী সরদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,