পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে হরিঢালী ইউনিয়নের সকল ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ইউনিয়নের দুটি ভিন্ন ভেন্যুতে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় হরিদাসকাটি প্রাথমিক বিদ্যালয়ে ১, ৩ ও ৪ নং ওয়ার্ডের কর্মী সভা এবং বিকাল ৫টায় উত্তর সলুয়া আব্দুল হাই সিদ্দিকী দাখিল মাদ্রাসায় ৫, ৮ ও ৯ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিঢালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনারুল ইসলাম মিন্টু। সঞ্চালনা করেন ইউনিয়নের সদস্য সচিব বাকী বিল্লাহ বকুল ও ইকবাল হোসেন।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যোগেশ্বর সানা কার্তিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী মোল্ল্যা, সামিম জোয়াদ্দার, রাজীব নেওয়াজ, বিশ্বজিৎ কুমার সাধু, সদস্য আল মামুন, কপিলমুনি ইউনিয়নের আহ্বায়ক শফিয়ার রহমান, চাঁদখালী ইউনিয়নের আহ্বায়ক ফারুক হোসেন, হরিঢালী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, আব্দুল মমিন গাজী, বিল্লাল হোসেন, পরেশ দত্ত প্রমুখ।
কর্মী সম্মেলনে বক্তারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার আহ্বান জানান।