সারাদেশ

পাবনায় সরকারি কোয়ার্টারের দরজা-জানালাও খুলে নিয়ে গেলেন প্রকৌশলী

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার পাবনা

পাবনায় গণপূর্ত বিভাগের একটি সরকারি স্টাফ কোয়ার্টারের দরজা-জানালা ও আসবাবপত্র ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে বদলি হওয়া উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, তিনি বিভাগটির কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এসব জিনিসপত্র সরিয়ে নিয়েছেন।
গণপূর্ত বিভাগের ওই কোয়ার্টারটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নেই দরজা-জানালা, নেই কোনো আসবাবপত্র—ভেতরে পড়ে আছে শুধু ধ্বংসস্তূপ। জানা যায়, ইব্রাহিম হোসেন পাবনা গণপূর্ত বিভাগের উপ-বিভাগ-১ এ কর্মরত ছিলেন এবং ছয় মাস আগে বদলি হয়ে যান রাঙামাটি গণপূর্ত বিভাগে।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি এক সপ্তাহ আগে রাতে তিনি পাবনায় এসে নিজের পুরোনো কোয়ার্টার থেকে দরজা-জানালা ও আসবাবপত্র খুলে নিয়ে যান।

এ বিষয়ে  ইব্রাহিম হোসেন বলেন, ‘পাবনায় থাকাকালীন আমি নিজের টাকায় কোয়ার্টারটি মেরামত করেছিলাম। তাই কিছু আসবাবপত্র আমি নিয়ে গেছি। এটা আমার ভুল হয়েছে, সময় মতো সেগুলো আবার লাগিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, স্থানীয় ঠিকাদাররা অভিযোগ করেছেন, ইব্রাহিম হোসেন দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে কমিশন বাণিজ্যে লিপ্ত ছিলেন এবং ইতোমধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এই প্রক্রিয়ায় নির্বাহী প্রকৌশলী রাশেদ কবিরের নামও উঠে এসেছে, যিনি নাকি পছন্দমতো কর্মকর্তাদের বদলির মাধ্যমে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখেন।

এ বিষয়ে পাবনা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই দ্রুত অফিস ত্যাগ করেন।

নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির বলেন, ‘স্টাফ কোয়ার্টারটি পরিত্যক্ত ছিল। যে কেউ চাইলে সেখানে থাকতে পারে, এতে বাধা নেই। ইব্রাহিম হোসেন যে জিনিসপত্র নিয়ে গেছেন, সেগুলো পুনরায় স্থাপন করা হচ্ছে।

পাবনার সচেতন মহল বলছে, একের পর এক দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়ছে গণপূর্ত বিভাগ। তারা দাবি করেছেন, দ্রুত দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার তদন্তের মাধ্যমে এসব অসৎ কর্মকর্তাকে আইনের আওতায় আনা হোক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,