পাবনার চাটমোহরে ৫২টি মন্ডপে পূজার আয়োজন

সাব্বির আহমেদ ,স্টাফ রিপোর্টার পাবনা
পাবনার চাটমোহরে ৫২টি মন্ডপে পূজার আয়োজন
সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামীকাল রবিবার শুরু শারদীয়া দুর্গাপূজা। পাবনার চাটমোহরে এবার ৫২ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে চারিদিকে সাজ সাজ রব। দুর্গাপূজার মহাষষ্ঠীতে কাল শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস। দেবী এবার গজে আগমন করবেন,গমন করবেন দোলায়। চাটমোহরে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী সোমবার শারদীয়া দুর্গাপূজার মহাসপ্তমী। অনুষ্ঠিত হবে সপ্তমী বিহীত পূজা। আাগামী ২ অক্টোবর বৃহস্পতিবার দেবীর দশমী বিহীত পূজা ও বিসর্জনের মধ্য শেষ হবে ৫ দিনের শারদীয়া দুর্গা উৎসব। পঞ্জিকা অনুযায়ী গত ২১ সেপ্টেম্বর ছিল মহালয়া। এদিন দেবীপক্ষের সূচনা হয়েছে। দুর্গাপূজার মহাষষ্ঠীতে আজ ঢাক-ঢোলের শব্দে মুখরিত মন্ডপগুলো।
চাটমোহরের ৫২ টি পূজা মন্ডপে শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠেছে অপরূপ। দূর্গা উৎসব পরিপূর্ণ করতে মন্ডপে মন্ডপে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চাটমোহর উপজেলা প্রশাসন সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারিভাবে প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরকারি অধ্যাপক অশোক চক্রবর্তী জানান সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে,গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক দল।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান,দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য ছাড়াও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক ভিজিলেন্স টিম মাঠে রয়েছে।