সারাদেশ

পারিবারিক কলহের জেরে কীটনাশক পানে কৃষকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু

যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে জুল হোসেন (৫৫) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি ঘাসপোড়া কীটনাশক পান করেন। জুল হোসেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে চৌগাছা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,