সারাদেশ

পি.এ.বি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

কর্ণফুলী প্রতিনিধি :

চট্টগ্রাম পি.এ.বি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-১১৫১) এর ত্রি-বার্ষিক নির্বাচন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)৷

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আনোয়ারা কর্ণফুলী শাখা।

সংবাদ সম্মেলনে দাবি করেন এ নির্বাচনে আওয়ামী লীগের পদধারীরা অংশ নিয়েছেন তাই এ নির্বাচন স্থগিতসহ আওয়ামী লীগের দোসরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। শ্রমিক সংগঠনের ব্যানারে দোসররা আবারও ফিরতে চাই। তাদের এ সুযোগ দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সংগঠক আকাশ নূর, কর্ণফুলী উপজেলা এনসিপির যুগ্ম সমন্নয়কারী ইমরান হোসেন তারা, আনোয়ারা উপজেলা এনসিপির সিনিয়র সংগঠক মো. দেলোয়ার হোসেন, সংগঠক আহমদ নূর প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,