সারাদেশ

পুলিশের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টির জন্য বিট পুলিশিং কার্যক্রম-পুলিশ সুপার মো.হাবিবুর রহমান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
জনগনের সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টির লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়-পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।ফেনীর পুলিশ সুপার মো.হাবিবুর রহমান বলেছেন, পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে,পুলিশের সেবাকে অধিকতর গতিশীল ও পুলিশের কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি,স্থানীয় বাসিন্দাদের পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টির লক্ষ্যে, অপরাধের দমন করার জন্যই বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়।শনিবার ১১ নং মৌটবী ইউনিয়ন বিট পুলিশের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।পুলিশ সুপার আরও বলেন,বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি এই স্লোগান মাথায় রেখে সামাজিক অপরাধ রোধকল্পে আপনাদের সহযোগিতা প্রয়োজন।যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ থানা বা বিট কর্মকর্তাকে জানানোর পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত জনগনকে আহ্বান জানান।উক্ত সমাবেশে ফেনী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,