ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম
প্রতিনিধি
জামালপুর
জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম ফুটবল প্রতীকের পক্ষে জামালপুর সদর উপজেলার বিভিন্ন জায়গায় গণ সংযোগ করেছে।
শনিবার ৩১ জানুয়ারী দুপুরে নিজ সমর্থক ও কর্মীদের নিয়ে নির্বাচনী আচরন বিধি মেনে মেষ্টা, কালীবাড়ি বাজার,হাসিল বটতলা,হাজিপুর বাজার সহ সদর উপজেলা মটর শোভযাত্রা ও প্রান্তিক মানুষের মাঝে ফুটবল প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
এ ব্যপারে জামালপুর সদর ৫ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম জানান, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে সংসদ নির্বাচন করবো। তিনি জামালপুর সদরের সার্বিক উন্নয়ন কল্পে কাজ করার পাশাপাশি মাদক,সন্ত্রাস,চাঁদবাজ মুক্ত মেলান্দহ-মাদারগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন,আগামী ১২ ফেব্রয়ারীর নির্বাচনে ফুটবল প্রতীকে জামালপুর সদর ৫ আসনে তাকে বিজয়ী করলে জামালপুর সদর আসনের পৌ্রসভা ও ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে নতুন নতুন কলকারখানা নির্মান,গ্রামীন রাস্তাঘাটের উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করে জনগনের নাগরিক অধিকার বাস্তাবায়নে কাজ করে যাবে। সেই সাথে নারীর অধিকার ,নারীরদের ক্ষমতায়ন,বেকার যুবক যুবতিদের কর্মমূখী শিক্ষা গ্রহনের মাধ্যমে বেকারত্ব দূরীকনের কার্যকর পদক্ষেপ গ্রহন করে একটি আধুনিক ও অগ্রসর জামালপুরে রূপান্তরিত করে একটি মডেল জামালপুর সদর উপজেলা হিসেবে গড়ে তুলবে।
গণসংযোগ কালে তিনি সাধারন মানুষের কাছ থেকে ভোটের ব্যাপারে ব্যাপক সাড়া পাওয়ার পাশাপাশি আগামী ১২ ফ্রেব্রয়ারীর ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম কে ফুটবল প্রতীকের ভোট দেওয়ার জন্য দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।।




