ফুলবাড়ীয়ায় ৩ বছরের শিশু ধর্ষনের অভিযোগ গ্রেফতার (১)
মার্চ ১৯, ২০২৫
0
Comments
138 Views
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গাংপাড় গ্রামে ইব্রাহিমের তিন বছরের শিশু ধর্ষিত হয়েছে। পাশ্ববর্তী বাড়ীর সুলতান মিয়ার ছেলে মুন্নাফ (১৪) মঙ্গলবার ( ১৮ মার্চ) গাংপাড় মসজিদের দক্ষিন পাশে গভীর নলকূপের ড্রেনে শিশুকে ধর্ষণ করে।
আজ ( ১৯ মার্চ) ধর্ষিতা শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুর মা নাছিমা খাতুন বাদী হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকুনুজ্জামান। তিনি বলেন, ধর্ষিতাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে ধর্ষিতার শারিরিক পরীক্ষা করানো হবে।