ফেনীর দাগনভুঞায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ জন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর দাগনভূঞাঁয় বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ফেনীর যৌথ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। ০৪/০১/২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ফেনীর উপপরিদর্শক মোঃ আবু তাহের এর নেতৃত্বে ০৯ জন ডিএনসি সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর ১০ সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম ফেনীর দাগনভূঁঞায় অভিযান পরিচালনা করে ৭৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।ফেনীর দাগনভূঁঞা থানাধীন আলাইয়াপুর,খেজুর তলা (নাদুর বাপের বাড়ী),গ্রামস্থ আসামী আবুল বাশার প্রকাশ রাজিব (৩৫) এর পূর্বমুখি বাঁশের বেড়া টিনের ছাউনিযুক্ত বসতঘর,জেলা-ফেনী কে গ্রেফতার করে।আবুল বাশার প্রকাশ রাজিব (৩৫),পিতা-মৃত আবু তাহের,সাং- আলাইয়াপুর,দাগনভূঁঞা পৌরসভা,থানা-দাগনভূঁঞা,জেলা-ফে নী কে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ফেনী জেলা কার্যালয়,ফেনী এর উপপরিদর্শক মোঃ আবু তাহের বাদী হয়ে দাগনভূঁঞা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।