ফেনীর লালপোলে সরকারি খাল ভরাট করে মার্কেট নির্মাণ এক যুবকের ৩০ দিনের সাজা
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর লালপোল এলাকার সরকারি খাল ভরাট করে মার্কেট নির্মাণ করায় এক যুবককে ৩০ দিনের সাজা দিয়েছেন ভাম্যমান আদালত।ফেনীর লালপোল সুলতানিয়া মাদ্রাসা সড়কের পাশে সরকারি খাল ভরাট করে মার্কেট নির্মাণ করছে আবুল হাসেম গং(ওরফে) থাই হাসেম।কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি খাল ভরাট করে মার্কেট নির্মাণ।এই বিষয়ে ১৬ মার্চ রবিবার সকালে অভিযুক্ত আবুল হাসেমের কাছে জানতে চাইলে তিনি ফেনীর বাহিরে অবস্থান করছেন জানান।তবে প্রতিবেদকের কাছে তিনি স্বীকার করেন সরকারি জায়গা দখল করে তিনি অবকাঠামো নির্মাণ করছেন।পরবর্তীতে ১৭ মার্চ সোমবার সকালে কালিদহ ভুমি কর্মকর্তা করিম উল্ল্যাহ মজুমদার সরেজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা জানতে পারে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে সরকারি ভূমি জবর দখল প্রতিরোধে বিকেল(চারটা) বিশেষ অভিযানে সরকারি ভূমি তথা খালের দুই পাশে আরসিসি ঢালাই ও পিলার স্থাপন করে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে বাড়ি নির্মাণের চেষ্টাকালে।ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এর ১১ ধারায় অভিযান পরিচালনা করেন ফেনীর সদরের সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার।উপস্থিত অভিযুক্ত আব্দুল্লাহ আল নোমানকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।





