ফেনীর সোনাগাজীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।১০ ই জানুয়ারি,শুক্রবার বিকালে ছাড়াইত কান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সোনাগাজী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নিজাম উদ্দিন এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর মুুহাম্মদ ইসহাক খন্দকার।তিনি বলেন,ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি,এটা রক্ষার দায়িত্ব সকলের।যে কোন মুল্যে জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবেনা।সোনাগাজী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু ইউসুফ এর সঞ্চালনায় বিশেষ মেহমান ছিলেন,জামায়াতে ইসলামীর ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম টিপু,সোনাগাজী উপজেলা আমীর মোহাম্মদ মোস্তফা,সেক্রেটারি এস এম বদরুদ্দোজা,ইসলামী ছাত্রশিবির সোনাগাজী মডেল শাখার সভাপতি মোহাম্মদ নোবেল,সোনাগাজী সদর ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আজিজুল হক প্রমূখ।কর্মী সম্মেলন শেষে বাদ মাগরিব সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহন করেন সোনাগাজী কালচারাল ফোরাম ও শিহরন শিল্পীগোষ্ঠীর সদস্যরা।