বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত; লালমনিরহাটকে নিয়ে ভারতের গুজব!
আবুহাসান (আকাশ), হাতীবান্ধা লালমনিরহাটঃ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ায় লালমনিরহাট সীমান্ত এলাকার সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের লালমনিরহাট জেলার ৬২ কিলোমিটার সীমান্ত এলাকা দখল করেছে মর্মে একটি ভিডিও ইউটিউবে প্রকাশিত হওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়। তবে, বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং সীমান্তে কোনো প্রকার দখল বা অনুপ্রবেশের সুযোগ নেই বলে দৃঢ়তার সাথে জানিয়েছে লালমনিরহাট ১৫-বিজিবি।
গত কয়েকদিন ধরে ‘আবুল হাসনাত মিল্টন’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিত্তিহীন ভিডিওতে দাবি করা হয় যে, সম্প্রতি ভারতের শিলিগুড়ির কাছাকাছি ‘চিকেননেক’ অংশের বাংলাদেশের লালমনিরহাট জেলার সীমান্ত এলাকার ৬২ কিলোমিটার জায়গা ভারতীয় সৈন্য দখল করেছে। এই ভিত্তিহীন প্রচার দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে, বিশেষ করে সীমান্তবাসীদের মধ্যে, উদ্বেগ দেখা দেয়।
লালমনিরহাটের সীমান্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, বাংলাদেশের সীমান্ত এলাকা সম্পূর্ণভাবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর দখলে ও নিয়ন্ত্রণে রয়েছে। জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও মোগলহাটসহ প্রায় সকল সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তায় নিয়োজিত আছেন।
সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কঠোর নজরদারিতে রয়েছে এবং সীমান্ত এলাকার জনগণ বিজিবিকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সচেতন মহল এই অপপ্রচারকে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, “বাংলাদেশের বিরুদ্ধে এটি একটি অপপ্রচার। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করেনি। যারা গুজব ছড়িয়েছে তারা বাংলাদেশের শত্রু।”
স্থানীয়দের প্রত্যাশা, বাংলাদেশকে নিয়ে কেউ অপপ্রচার ও গুজব ছড়িয়ে নিরাপত্তা বাহিনীকে দুর্বল করতে চাইলে তা রুখে দিতে বিজিবি’র পাশাপাশি সাধারণ জনগণও প্রস্তুত থাকবে।
এ বিষয়ে লালমনিরহাট ১৫-বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম এ বিষয়ে বলেন, “যারা এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছে, সেটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে। বাংলাদেশ সীমান্ত এলাকা সুরক্ষিত রয়েছে।” তিনি নিশ্চিত করেন যে, সীমান্তের প্রতিটি ইঞ্চি ভূখণ্ডের উপর বিজিবি’র পূর্ণ নিয়ন্ত্রণ ও কার্যকর উপস্থিতি আছে।





