বানারীপাড়ায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার সাবিনা ইয়াসমিন
বানারীপাড়া প্রতিনিধি |

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সলিয়া বাকপুর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অপরাধ ও সন্ত্রাস দমনে এই অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেফতারের পর সাবিনা ইয়াসমিনকে থানায় নিয়ে যাওয়া হয় এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।





