সারাদেশ

বানারীপাড়ায় ফিল্মিষ্টাইলে অপহরন করে মুক্তিপণ আদায় নিয়ে আতংক ও চাঞ্চল্যের সৃষ্টি! 

বানারীপাড়া প্রতিনিধি।
  • বানারীপাড়ায় ফিল্মিষ্টাইলে অপহরন করে মুক্তিপণ  আদায় করা নিয়ে এলাকায় আতংক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি গত শুক্রবার ৬ জুন দুপুরে উপজেলার চাখার ইউনিয়নের ডাক্তারের হাট টু লস্করপুর রাস্তার মাঝামাঝি এলাকায়
    বন্দর বাজার ব্যাবসায়ীর ওপর হামলার চিত্র

    ঘটেছে বলে জানিয়েছে একাধিক সূত্র। উপজেলার সলিয়া বাকপুরের সাইদ বিএনপির কিছু বিপথগামী লোকের ছত্রছায়ায় থেকে কারনে-অকারনে বাজার ব্যবসায়ীর উপর হামলা করা সহ এলাকায় বিভিন্ন অপরাধ কার্যক্রম করে বিএনপির বদনাম করে আসছে। জানা গেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন সময়ে ঝালকাঠিতে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করার অভিযোগ রয়েছে  সাইদের বিরুদ্ধে। কুরবানির আগের দিন ৬ জুন দুপুরে বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিযনের ইউপি সদস্য

মোঃ রফিকুল ইসলামকে ফিল্মিষ্টাইলে মটরসাইকেলে  রাস্তা থেকে তুলে নিয়ে নগদ ৫৭ হাজার টাকা ও তার স্ত্রীর ব্লাঙ্ক চেক নিয়ে রফিককে মুক্তি দেয়ার বিষয়টি জনমনে আতংকের সৃষ্টি করেছে। এদিকে আতংকবাজ এই সাইদকে বানারীপাড়ায় কিছু সংবাদকর্মীদের সাথে চলাফেরা এবং প্রেসক্লাবের সাংবাদিক বলে পরিচয় দেয়ার বিষয়টি অন্যান্যো সংবাদকর্মীদের ভাবমুর্তি বিনষ্ট করে তুলছে। জানাগেছে  সলিয়া বাকপুর ইউনিয়নের বাসিন্দা সাইদ আওয়ামী লীগ সরকারের সময়ে গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিনাভোটের চেয়ারম্যন মাসুম শেরওয়ানীর বডিগার্ড ছিলো। ৫ আগষ্টের পরে প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপির সুবিধালোভী কিছু নামধারী নেতার
ছত্রছায়ায় আওয়ামী লীগের দোসর সাইদ বর্তমানে বিএনপির ওয়ার্ড নেতা ও প্রেসক্লাবের মত গুরুত্বপু্র্ণ একটি সংগঠনের সদস্য পবিচয় দিয়ে চলছে।
বানারীপাড়ার সর্বস্তরের মানুষ জানতে চায় আতংকবাজ,চাদাবাজ,মানুষ অপহরন করে মুক্তিপন আদায়কারী এই সাইদের খুটির জোর কোথায়?

সাইদের অপকর্মের বিষয় সলিয়া বাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লতিফ সরদার ও সম্পাদক বশির কাজির

কাছে জানতে চাইলে তারা অপহরন ও চাদা আদায় এবং আংশিক টাকা ফেরতের বিষয়ের সত্যতা স্বীকার করে জানান সাইদের সকল অপকর্রমের বিষয় জানতে পেরেছি, শীগ্রই সাইদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,