বানারীপাড়ার প্রতারণা মামলায় সাবিনা ইয়াসমিন কারাগারে।
বানারীপাড়া প্রতিনিধি।
বানারীপাড়ায় এবিসি ইট ভাটার পরিচালক মৃত সালাম গুলন্দাজ এর স্ত্রী সাবিনা ইয়াসমিন কারাগারে। মামলা সুত্র জানা গেছে খলিশাকোটা নিবাসী মোঃ খলিলুর রহমান বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট আমলিয় আদালতে প্রতারণা ও অর্থ আত্মসতের অভিযোগ তুলে ৯জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং সি আর কেস নং ৪/২০২৩। মামলায় ৯ জন আসামীর ভিতরে সাত জন জামিনে থাকলেও সাবিনা ইয়াসমিন ও তার পুত্র্ ১ নং আসামী সাব্বির হোসেন পলাতক ছিলেন। ২০ নভেম্বর ২ নং আসামি সাবিনা ইয়াসমিন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। ১ নং আসামী সাব্বির হোসেন বর্তমানে পালাতক রয়েছেন। প্রসঙ্গত সাবিনা ইয়াসমিন ও তার পরিবারের লোকজন খলিলুর রহমানের কাছ থেকে ব্যবসা ও ব্রিকফিল্ড বিক্রি করার কথা বলে বিভিন্ন অজুহাতে প্রায় ৯৪ লক্ষ টাকা আত্মসত করে উল্টো তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে খলিলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন সাবিনা ইয়াসমিন একজন টাউট ও বাটপার, লোভী প্রকৃতির মহিলা। তিনি বিগত আওয়ামী লীগ সরকার আমলে সলিয়াবাকপুর ইউনিয়নের মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত থাকায় মানুষকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক বিয়ে সহ অন্তত ১০টি মামলা রয়েছে এর মধ্যে নিজের স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সালাম গোলন্দাজকে শ্বাসরোধ করে করে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এ ব্যাপারে একটি হত্যা মামলা চলমান রয়েছে।