ভারত পরীক্ষায় শুরু টাইগারদের

ভারত-পাকিস্তানের স্বার্থের লড়াইয়ের পর শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২৪ ডিসেম্বর আইসিসি বিবৃতিতে জানিয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে আসরের, পর্দা নামবে আগামী ৯ মার্চ।
হাইব্রিড মডেলে হতে যাওয়া এ আসরের তিনটি ভেন্যু পাকিস্তানে, ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। যদি ভারত সেমিফাইনাল ও ফাইনালে খেলে সে ক্ষেত্রে এ ম্যাচগুলোও হবে আরব আমিরাতে। অন্যথায় পাকিস্তানে হবে ম্যাচগুলো।
আট দলের এই টুর্নামেন্টে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের তিনটি ভেন্যু লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এবং দুবাইতে। পাকিস্তানের প্রতিটি ভেন্যুতে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া লাহোরে হবে দ্বিতীয় সেমিফাইনাল। গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচ ছাড়াও দুবাইতে হবে প্রথম সেমিফাইনাল।
লাহোরেও ৯ মার্চ ফাইনালের আয়োজন করা হবে, যদি ভারত ফাইনালে না উঠতে পারে সে ক্ষেত্রে এখানেই হবে ফাইনাল। সেমিফাইনাল এবং ফাইনাল উভয় ম্যাচেই রিজার্ভ ডে থাকবে।
উদ্বোধনী দিনে করাচিতে গ্রুপ ‘এ’-তে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। পরদিন দুবাইতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
টুর্নামেন্টের গ্রুপ ‘এ’-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দল পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। গ্রুপ ‘বি’-তে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।